Tuesday, March 25, 2025
আন্তর্জাতিক

‘কাশ্মীর আওয়ার’ কর্মসূচিতে মোদীকে আক্রমণ করতেই ‘বৈদ্যুতিক শক’ খেলেন পাক মন্ত্রী

ইসলামাবাদ: ফের সংবাদ শিরোনামে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ। কয়েকদিন আগে তিনি ভারতকে হুমকি দিয়ে দাবি করেছিলেন, চলতি বছরের অক্টোবর নাগাদই ভারত-পাকিস্তানের যুদ্ধ হবে। এবার তিনি উঠে এলেন নেটিজেনদের ট্রোলের নিশানায়। প্রসঙ্গ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৩৭০ ধারা বাতিলের পর ভারতের বিরুদ্ধে ক্রমাগত সরব হয়েছেন পাক রেলমন্ত্রী শেখ রশিদ। কাশ্মীর ইস্যুতে গলা ফাটাতে গিয়ে এবার তিনি ঘটিয়ে ফেলেছেন এক আজব কাণ্ড! এদিন ‘কাশ্মীর আওয়ার’ কর্মসূচিতে রাস্তায় নেমে পাক রেলমন্ত্রী যখন ভারতের বিরুদ্ধে উচ্চস্বরে তোপ দাগতে যাবেন তখনই ঘটে যায় আজব ঘটনাটি।

বক্তব্য রাখার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিতেই হাতে থাকা মাইকের বিদ্যুতে ‘শক’ খান শেখ রশিদ। ঘটনার ব্যাপক হতচকিত হয়ে যান তিনি।

দেখুন ভিডিওটি-

গোটা ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। এরপর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চরম ট্রোল, খিল্লি, মশকরা, জোকস ট্রেন্ড।