সন্ত্রাসী কর্মকাণ্ডে সিরিয়ার থেকেও তিনগুণ বেশী বিপজ্জনক পাকিস্তান: রিপোর্ট
লন্ডন: আন্তর্জাতিক মঞ্চে ভারত বার বার পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। এমনকি রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনেও এনিয়ে সরব হতে শোনা গেছে ভারতীয় প্রতিনিধিদের। তবে প্রতিবারই ভারতের অভিযোগ খারিজ করেছে পাকিস্তান। উল্টে কাশ্মীর ইস্যুতে ভারতের দিকেই আঙুল তুলেছে। তবে ভারতের অভিযোগ যে অমূলক নয়, তা আরও একবার প্রমাণ হয়ে গেল সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে। ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক ফোরসাইট গ্রুপ’ প্রকাশিত একটি রিপোর্ট ‘হিউম্যানিটি অ্যাট রিস্ক, গ্লোবাল টেরর থ্রেট ইন্ডিকেন্ট (জিটিটিআই)’-এ সামনে এনেছে এক চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সিরিয়ার থেকেও তিনগুণ বেশী বিপজ্জনক পাকিস্তান।
জিটিটিআইয়ের রিপোর্টে বলা হয়েছে, যখন জঙ্গি গোষ্ঠী আফগান তালেবান এবং লস্কর-ই-তৈয়বা সারা বিশ্বের জন্য নিরাপত্তার প্রধান অন্তরায় তখন বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর শীর্ষ জঙ্গিরা পাকিস্তানে নিরাপদে অবস্থান করছে। রিপোর্টে আরও বলা হয়েছে, বিভিন্ন তথ্য উপাত্ত ঘেটে দেখা যায়, সারা বিশ্বের জঙ্গি গোষ্ঠী গুলোর মূল উৎস পাকিস্তান ও আফগানিস্তান। কিন্তু সবকিছুর মূলে রয়েছে পাকিস্তান। পাকিস্তান থেকে বিশ্বের বেশীরভাগ জঙ্গিগোষ্ঠীর কার্যক্রম পরিচালনা করা হয়। জঙ্গি গোষ্ঠী গুলোর অর্থ দাতাও পাকিস্তান।
রিপোর্টে বলা হয়েছে, জঙ্গিগোষ্ঠীর শীর্ষ নেতারা পাকিস্তানকে তাদের কাছে নিরাপত্তার জন্য স্বর্গ মনে করে। গত কয়েক দশক ধরে চলা ২০০ টি জঙ্গি গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের উপর ভিত্তি করে করা হয় এই জরিপ। জরিপে বলা হয়, জঙ্গি গোষ্ঠী গুলো তাদের নিজস্ব মতবাদের উপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে হামলা চালায়।
রিপোর্টে বলা হয়েছে, আলকায়দার জন্মও পাকিস্তানে এবং একসময়ের শীর্ষ সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে পাকিস্তানের সেনাবাহিনী চত্তরের কাছেই পাওয়া যায়। আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া অন্য বিভিন্ন দেশ থেকে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলে তাও রিপোর্ট প্রকাশ পেয়েছে। এবং এই গোষ্ঠীগুলি একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলে বলে জিটিটিআইয়ের রিপোর্টে বলা হয়েছে।