Sunday, June 22, 2025
Latestদেশ

সন্ত্রাস দমনে পদক্ষেপ না নেওয়ায় ভুগতে হবে পাকিস্তানকে, কড়া হুঁশিয়ারি আমেরিকার

ওয়াশিংটন: মার্কিন শীর্ষ কূটনীতিবিদ অ্যালিস ওয়েলস বললেন, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (FATF) দেওয়া শর্তগুলি পূরণ না করায় ভবিষ্যতে ভুগতে হবে পাকিস্তানকে। ইমরান খানের দেশ পাকিস্তান সন্ত্রাসবাদীদের অর্থ যোগান দিচ্ছে এবং রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের বিরুদ্ধে কাজ করেই চলেছে।

বর্তমানে FATF-এর ধূসর তালিকায় রয়েছে পাকিস্তান। পাকিস্তান এফএটিএফের শর্তগুলি পূরণ করতে পেরেছে কিনা তা পর্যালোচনা করা হবে আগামী ফেব্রুয়ারিতে। সন্ত্রাসের অর্থ জোগানের উপরে নজরদারির আন্তর্জাতিক সংস্থা এফএটিএফের বার্ষিক সম্মেলনে যাতে কালো তালিকায় তাদের নাম না তোলা হয়, তার জন্য মরিয়া পাকিস্তান।

মার্কিন শীর্ষ কূটনীতিবিদ অ্যালিস ওয়েলস বলেন, যদি সত্যিই পাকিস্তান এফএটিএফের শর্তগুলি মেনে না চলে অথবা সন্ত্রাসবাদে অর্থ জোগানো বন্ধ না করে তবে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করা হবে। কালো তালিকাভুক্ত করা হলে পাকিস্তান অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং বিনিয়োগকারীরা তাঁদের দেশের প্রতি আকৃষ্ট হবে না। যার ফলে দারুণ ভুগতে হবে পাকিস্তানকে।

প্রসঙ্গত, এই মুহূর্তে পাকিস্তান এফএটিএফয়ের ধূসর তালিকায় রয়েছে। এফএটিএফ সন্ত্রাসবাদীদের অর্থসাহায্য রুখতে ২৭টি শর্ত দিয়েছিল পাকিস্তানকে। তবে তার মধ্যে মাত্র ৫টি শর্ত পূরণ করতে পেরেছে পাকিস্তান।