Friday, March 21, 2025
আন্তর্জাতিক

পাকিস্তানে দুই হিন্দু কিশোরীকে জোর করে ‘ধর্মান্তরিত করে’ বিয়ে, তদন্তের নির্দেশ ইমরানের

ইসলামাবাদ: পাকিস্তানের সিন্ধুপ্রদেশের হিন্দু সম্প্রদায়ের দুই তরুণীকে অপহরণের পর জোর করে ধর্মান্তরিত ও বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাঞ্জাব এবং সিন্ধুপ্রদেশের গভর্নরদের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সম্প্রতি পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের দুই কিশোরীকে অপহরণ করে বিয়ের আগে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করার অভিযোগ ওঠে। একই সঙ্গে তাদের সিন্ধ প্রদেশের ঘোটকি শহর থেকে পাঞ্জাবের রাহিম ইয়ার খান এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী টুইটারে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খান সিন্ধু এবং পাঞ্জাবের গভর্নরদের সংখ্যালঘু ওই কিশোরীদের ঘোটকি থেকে রাহিম ইয়ার খানের নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। যদি তাদের অপহরণ করা হয় তাহলে তাদের খুঁজে বের করারও নির্দেশ দিয়েছেন। মানবাধিকার মন্ত্রণালয়কেও বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।


পাকিস্তানের পতাকার সাদা অংশ সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে উল্লেখ করে ফাওয়াদ চৌধুরী তার টুইটে বলেন, আমরা আমাদের পতাকাকে ভালোবাসি এবং পতাকার সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব।