Monday, June 16, 2025
Latestআন্তর্জাতিক

পাকিস্তানকে চার মাসে ৮ শর্ত পূরণ করতে হবে, ব্যর্থ হলেই ‘কালো তালিকায়’: এফএটিএফ

প্যারিস: জঙ্গিদের আর্থিক মদত দেওয়ার জন্য পাকিস্তানকে ধূসর তালিকাতেই রাখলো ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ। লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মুহাম্মদের মতো জঙ্গিদলকে আর্থিক মদত রোধে ব্যর্থ হলে আগামী চারমাসের পাকিস্তানকে ‘কালো তালিকায়’ রাখা হবে বলে জানিয়েছে এফএটিএফ।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ২৭টি ক্ষেত্রে পদক্ষেপ নিতে বলা হয়েছিল পাকিস্তানকে। ২৭টির মধ্যে ১৩টি ক্ষেত্রে পদক্ষেপ নিতে ব্যর্থ হয় পাকিস্তান। যার ফলে এফএটিএফ ফের পাকিস্তানকে ‘ধূসর তালিকায়’ রাখলো।

এফএটিএফ পাকিস্তানকে সাফ হুঁশিয়ারি দিয়েছে, আগামী ৪ মাসের মধ্যে ৮টি শর্ত পূরণ করতে হবে। না হলে কালো তালিকাভুক্ত করা হবে তাদের। তবে প্যারিসে আয়োজিত এফএটিএফের বৈঠকে মাত্র ৫টি শর্ত পূরণের বার্তা দিয়েছে ইমরান খান সরকার।

আগামী ৪ মাসের মধ্যে ৮টি শর্ত পূরণে ব্যর্থ হয়ে পাকিস্তান যদি কালো তালিকাভুক্ত হয় থাকলে তারা অর্থনৈতিক দিক থেকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। তখন তারা আইএমএফ, বিশ্ব ব্যাঙ্ক, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কোনওরকম আর্থিক সাহায্য পাবে না।