Monday, March 17, 2025
আন্তর্জাতিক

কাশ্মীর ইস্যুতে ভোটাভুটিতে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদে গো-হারা হারল পাকিস্তান

জেনেভা: চলমান রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনে কাশ্মীর ইস্যুতে প্রস্তাব আনতে ফের ব্যর্থ পাকিস্তান। রাষ্ট্রসঙ্ঘের ৪৭ সদস্যের মানবাধিকার কমিশনে (UNHRC) কাশ্মীরের বিষয়ে একটি প্রস্তাব উত্থাপনের জন্য পাকিস্তান ন্যূনতম ১৬ টি দেশের সমর্থন পেতে ব্যর্থ হয়েছে। ৪২ তম ইউএনএইচআরসি অধিবেশন চলাকালীন রেজুলেশনের জন্য আবেদন করার শেষ দিন ছিল ১৯ সেপ্টেম্বর। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অধিবেশনটি ২৭ সেপ্টেম্বর শেষ হবে।

অনুরোধ স্বীকারের জন্য ১৬ টি দেশের ন্যূনতম সমর্থন আদায় করতে ব্যর্থ হওয়ায় পাকিস্তান কাশ্মীর নিয়ে আবেদনটি দাখিল করেনি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এই অধিবেশনে যোগ দেওয়ার আগে পাকিস্তানবাসীকে কাশ্মীরের বিষয়ে একটি সিদ্ধান্তের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বেশিরভাগ সদস্য রাষ্ট্রই পাকিস্তানের পাশে দাঁড়ায়নি। এমনকি ৫৭ দেশের অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসি-ও সমর্থন পায়নি পাকিস্তান। যার ফলে এটা কার্যত পরিষ্কার, জম্মু-কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে তুলে ধরার জন্য দিল্লির কূটনৈতিক প্রচেষ্টা ফলপ্রসূ হয়েছে।

এর আগে ১২ সেপ্টেম্বর জেনেভাতে পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় ভারত। মানবাধিকার কাউন্সিলে ভারতের প্রতিনিধি বিজয় ঠাকুর সিংহ বলেন, আমাদের সংসদ সিদ্ধান্ত নিয়েছিল। এগুলি ছিল সার্বভৌম সিদ্ধান্ত এবং ভারতের অভ্যন্তরীণ বিষয়। সাধারণ পরিষেবাগুলি ধীরে ধীরে সহজ করা হচ্ছে।

বিজয় ঠাকুর সিংহ জানান, আমাদের সরকার সম্মতিজনক পদক্ষেপ গ্রহণ প্রগতিশীল নীতি গ্রহণ করে যা এখন জম্মু ও কাশ্মীর এবং লাদাখের জন্য পুরোপুরি প্রযোজ্য হবে। এগুলি লিঙ্গ বৈষম্যের অবসান ঘটাবে, তরুণ সমাজের অধিকারকে আরও সুরক্ষিত করবে এবং শিক্ষা, তথ্য ও কাজের ক্ষেত্রে প্রযোজ্য অধিকার তৈরি করবে। তিনি জোর দিয়ে বলেন, কোনও দেশ অবশ্যই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না।