Friday, March 29, 2024
আন্তর্জাতিক

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের আইনমন্ত্রীর পদত্যাগ

ইসলামাবাদ: ধর্ম অবমাননার অভিযোগে তীব্র প্রতিবাদের জের ধরে পদত্যাগ করলেন পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ। স্থানীয় সময় গতকাল রবিবার রাতভর সরকার ও বিক্ষোভকারীদের মধ্যে দীর্ঘ এক বৈঠকের পর পদত্যাগের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তার বিরুদ্ধে অভিযোগ- তিনি নবনির্বাচিত পার্লামেন্ট সদস্যদের শপথবাক্য থেকে রাসুলুল্লাহ এর উপাধি ‘খাতামুল আম্বিয়া বা শেষ নবী’ কথাটি বাদ দিয়েছেন।

আইনমন্ত্রী এটিকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেন এবং জাতির কাছে ক্ষমা চাইলেও, তার পদত্যাগের দাবিতে গত ৮ নভেম্বর থেকে আন্দোলন শুরু হয়।

সর্বশেষ গত শনিবার বিক্ষোভকারীদের দমনে মাঠে নামে আইনশৃঙ্খলার বাহিনীর সাড়ে আট হাজার সদস্য। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। এতে পুলিশ সদস্যসহ কমপক্ষে ছয়জন নিহত ও শতাধিক আহত হয়।

সংবাদমাধ্যম পিটিভির খবরে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আইনমন্ত্রী। রাজ্যকে ‘চলতি সংকট’ থেকে রক্ষা করতে নিজ ইচ্ছাতেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন হামিদ।