কুলভূষণ কাণ্ডে ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান: বিশ্ব আদালত
নিউ ইয়র্ক: কুলভূষণ যাদব মামলায় অস্বস্তি বাড়ল পাকিস্তানের। আন্তর্জাতিক ন্যায় আদালতের প্রেসিডেন্ট বিচারক আবদুলকাই ইউসুফ বুধবার ১৯৩ সদস্যের রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বলেন, ভিয়েনা কনভেনশনের শর্ত লঙ্ঘন করেছে পাকিস্তান। ইউসুফ বলেন, ভিয়েনা কনভেনশনের ৩৬ ধারা লঙ্ঘন করেছে পাকিস্তান।
প্রসঙ্গত বলে রাখি, ২০১৭-এর এপ্রিলে ৪৯ বছর বয়সী কুলভূষণ যাদবকে পাকিস্তানি সামরিক আদালত গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসের অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। এর পরেই আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয় ভারত। চলতি বছরের গত ১৭ জুলাই আইজিসি নির্দেশ দিয়েছিল, পাকিস্তানকে কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের রায়কে পুনর্বিবেচনা করার। এবং কুলভূষণ যাদবকে অনতিবিলম্বে কনসুলার অ্যাকসেস দিতে।
আন্তর্জাতিক ন্যায় আদালতের প্রেসিডেন্ট ইউসুফ জানান, ১৭ জুলাই রায়ের পর রাষ্ট্রসঙ্ঘের প্রধান বিচারকারী মাধ্যম জানতে পেরেছে পাকিস্তান ভিয়েনা চুক্তির ৩৬ নম্বর ধারাকে লঙ্ঘন করেছে। আদালত জানিয়েছে, ভিয়েনা চুক্তির ৩৬ নম্বর ধারা কুলভূষণ যাদব মামলায় পূর্ণ ভাবেই প্রযোজ্য হওয়ার কথা। আদালত এও লক্ষ করেছে, কুলভূষণ যাদবকে গ্রেফতার করার তিন সপ্তাহ পরে জানিয়েছে পাকিস্তান। অথচ চুক্তি অনুযায়ী, বিলম্ব না করে দ্রুত এবিষয়ে ভারতকে তাদের অবগত করার কথা।
পাকিস্তানের অভিযোগ, ভারতের প্রাক্তন নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদব একজন গুপ্তচর। অন্যদিকে ভারত শুরু থেকেই বলে এসেছে, কুলভূষণ যাদব ইরানে নিজের ব্যবসা সূত্রে গিয়েছিলেন, সেখান থেকে তাঁকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে।