পাকিস্তানে বিয়ের মণ্ডপ থেকে হিন্দু মেয়েকে অপহরণ করে মুসলিম যুবকের সঙ্গে বিয়ে
ইসলামাবাদ: ফের পাকিস্তানে হিন্দু এক যুবতীকে তুলে নিয়ে গিয়ে মুসলিম যুবকের সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ উঠল। অপহরণকারীরা বিয়ের সার্টিফিকেটও পাঠিয়ে দিয়েছে তরুণীর পরিবারের কাছে। তবে ওই সার্টিফিকেট ভুয়া বলেই দাবি ভারতী বাই নামে ২৪ বছর বয়সী তরুণীর পরিবারের। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের মোতিয়ারি জেলায়।
জানা গিয়েছে, করাচি থেকে ২১৫ কিলোমিটার দূরে হালা শহরের বাসিন্দা কিশোর দাসের মেয়ে ভারতীর বিয়ে হচ্ছিল স্থানীয় এক যুবকের সঙ্গে। তখনই অস্ত্র নিয়ে বিয়ের মণ্ডপ থেকে কয়েকজন যুবক ওই তরুণীকে তুলে নিয়ে যায়।
গত ১ ডিসেম্বর তাঁকে ইসলামে ধর্মান্তরিত করে তারপর এক মুসলিম যুবকের সাথে বিয়ে দেওয়া হয়। ভারতীর ধর্মান্তরণের নথি ও শাহরুখ গুল নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ধর্মান্তরণের পর ভারতীর নাম রাখা হয়েছে বুশরা।
মেয়ের বাবা কিশোর বাই জানিয়েছেন, ধর্ম পরিবর্তনের পরে ভারতির নাম বদলে বুশরা রাখা হয়েছে। বিয়ের নথিও ভুয়া বলে দাবি করেছেন তিনি। নথিতে তাঁর বর্তমান ঠিকানা সেখানে লেখা হয়েছে করাচি শহরের গুলসন এলাকা।