Thursday, September 19, 2024
দেশ

সুসম্পর্ক রাখতে চাইলে প্রথমেই ধর্মনিরপেক্ষ হতে হবে, পাকিস্তানকে বার্তা সেনাপ্রধানের

পুনে: ইমরানকে এবার পাল্টা দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ভারত-পাক সম্পর্কের উন্নতি নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান। পুনেতে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির একটি অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাইতে হলে পাকিস্তানকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে হবে। একই সঙ্গে সন্ত্রাসের প্রশ্নে কার্যকরী ভূমিকা না নিলে ভারতের তরফ থেকে পাকিস্তানের কোনও আবেদনে সাড়া দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন বিপিন রাওয়াত।

সেনাপ্রধান বলেন, সন্ত্রাসবাদ এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। পাকিস্তান একটি মুসলিম দেশে পরিণত হয়েছে, যদি তাকে ভারতের সঙ্গে থাকতে হয় তাহলে তাকে আগে ধর্মনিরপেক্ষ হতে হবে। তিনি বলেন, ভারত ধর্মনিরপেক্ষ দেশ এবং পাকিস্তান যদি ভারতের মতো হতে চায় তাহলে তাকে আগে ভারতের মতো হতে হবে।

ইমরান খান কর্তারপুর করিডোরের শিলান্যাসে অনুষ্ঠানে ভারতের সঙ্গে বন্ধুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে একটাই ইস্যু তা হল কাশ্মীর। মানুষ চাঁদে পৌঁছে গেল কিন্তু আমরা কাশ্মীরেই আটকে। পাক প্রধানমন্ত্রী বলেন, ভারত বন্ধুত্বের জন্য এক পা বাড়ালে, পাকিস্তান দু পা এগিয়ে যাবে।

ইমরান খানের ওই মন্তব্য নিয়ে বিপিন রাওয়াত বলেন, ভারত প্রথম পদক্ষেপ বহুবার করেছে। এবার এক পা এগিয়ে দেখাক পকিস্তান। পাকিস্তানে দিনদিন সন্ত্রাস বেড়ে চলেছে। এবার একবার অন্তত সন্ত্রাবাদীদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিয়ে দেখাক পাকিস্তান।