Friday, June 20, 2025
Latestদেশ

প্রবল চাপে রয়েছে পাকিস্তান, সন্ত্রাস দমনে এবার ব্যবস্থা নিতেই হবে: সেনাপ্রধান

নয়াদিল্লি: পাকিস্তানকে আপাতত ধূসর তালিকাতে রেখেছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে অর্থ জোগানদাতাদের পর্যবেক্ষক সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। এ প্রসঙ্গে ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেন, ধূসর তালিকায় অন্তর্ভুক্ত হওয়া যে কোনও দেশের কাছেই অপমানজনক। এই ধাক্কা সামলাতে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে পাকিস্তানকে।

উল্লেখ্য, আগামী ৪ মাসের মধ্যে অর্থাৎ ২০২০-এর ফেব্রুয়ারি মাসের মধ্যে সন্ত্রাসবাদে অর্থায়ন এবং অর্থ পাচার বন্ধ না করলে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করা হবে বলে হুঁশিয়ার দিয়েছে এফএটিএফ। এই চার মাসের মধ্য ইমরান খানের দেশকে প্রমাণ করতে হবে, তারা সন্ত্রাসবাদে অর্থ জোগান দিচ্ছেন না এবং অর্থ পাচারও করছে না।

এ প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআইকে সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, পাকিস্তানের উপর প্রবল চাপ রয়েছে। এবার ওদের  পদক্ষেপ গ্রহণ করতেই হবে। আমরা চাই ওরা শান্তি ফেরাক। ধূসর তালিকায় অন্তর্ভুক্তি যে কোনও দেশের পক্ষেই অপমানজনক।


প্রসঙ্গত, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় এফএটিএফ। সন্ত্রাসবাদে আর্থিক মদতের উপর নজরদারি চালায় তাঁরা। তাঁদের নিয়ম অনুযায়ী, ধূসর ও কালো তালিকার মাঝে তাৎপর্যপূর্ণ ‘গাঢ় ধূসর’ তালিকা। এই তালিকায় অন্তর্ভুক্তি মানে কালো তালিকাভুক্ত করার আগে শেষবার কোনও দেশকে সতর্ক করে দেওয়া।