Thursday, June 19, 2025
Latestআন্তর্জাতিক

জঙ্গি দমন ও সন্ত্রাসবাদ রুখতে ব্যর্থ পাকিস্তান: মার্কিন পররাষ্ট্র দফতর

ওয়াশিংটন: আমেরিকার পররাষ্ট্র দফতর জানিয়েছে, জঙ্গি দমন ও সন্ত্রাসবাদ রুখতে ব্যর্থ পাকিস্তান। মন্ত্রক জানিয়েছে, ললস্কর-ই-তৈবা (LeT), জঈশ-ই-মহম্মদের (JeM) মতো একাধিক জঙ্গি সংগঠন রীতিমতো মদত পাচ্ছে ইসলামাবাদ থেকে। যার ফলে বিশ্বে সন্ত্রাসবাদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে পাকিস্তান। গত বছরের জুলাইতে নির্বাচনের সময়েও কিছু বহিরাগতকে পাকিস্তানে প্রবেশের অনুমতি দিয়েছিল সেদেশের বিদেশ মন্ত্রক। যারা ইসলামাবাদে ঘাঁটি গেড়ে সন্ত্রাসবাদে মদত দিয়েছে বলে জানিয়েছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রক।

জঙ্গি সংগঠন গুলোকে আর্থিক সাহায্য নিয়ন্ত্রণ করতে পারছে না পাক সরকার। আমেরিকা সাফ জানিয়ে দিয়েছে, জঙ্গিদের অর্থ সাহায্য বন্ধ করতে পুরোপুরি ব্যর্থ পাকিস্তান। ২০১৮ সালের দেশের জঙ্গি রিপোর্ট বলছে, আরও বেশি করে পাকিস্তানে ফুলে ফেঁপে উঠছে জঙ্গি সংগঠনগুলি। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই রিপোর্ট পেশ করে ফের আবার পাকিস্তানকে সতর্ক করা হল।

সমীক্ষা বলছে, আফগান তালিবান ও হাক্কানির মতো জঙ্গি সংগঠনের যোগাযোগ নির্মূল করতে ব্যর্থ হয়েছে ইসলামাবাদ। দেশ থেকে জঙ্গি উৎখাতে ব্যর্থ পাকিস্তান। উভয় জঙ্গিগোষ্ঠীই ইসলামাদের মাটি থেকে যাবতীয় কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। বহাল তবিয়তে তারা গোটা বিশ্বে সন্ত্রাস চালাচ্ছে পাক মাটিতে বসেই। একই সঙ্গে ক্রমাগত হুমকি দিচ্ছে আমেরিকা ও আফগান সরকারকে।

এছাড়াও, জঙ্গি সংগঠনকে পুষ্ট করতে নিয়মিত অর্থ সংগ্রহের পাশাপাশি ইসলামাবাদেই রীতিমতো জঙ্গি শিবির খুলে প্রশিক্ষণ দিচ্ছে লস্কর বা জইশের মতো জঙ্গিগোষ্ঠীগুলিকে। তালিকায় রয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP), জামায়াত-উল-আহরার (JuA), আইসিস খোরাসান প্রদেশ (আইসিসকে) এবং লস্কর-ই-ঝাংভি আল-আলমি (এলজেএ) সংগঠন।