পাকিস্তানে মূল্যস্ফীতি ৫ বছরে সর্বোচ্চ
ইসলামাবাদ: পাকিস্তানে মূল্যস্ফীতি বেড়ে গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। মার্চে দেশটির মূল্যস্ফীতি ৯.৪ শতাংশে পৌঁছেছে। যা ২০১৩ সালের পর সর্বোচ্চ। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, খাদ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির চাপ বেড়েছে।
দারিদ্র্য দূর করা, কর্মসংস্থান সৃষ্টি আর ইসলামিক রাষ্ট্র গড়ার অঙ্গীকারের বাস্তবায়ন না হওয়ায় সরকারের প্রতি আস্থা হারিয়েছে দেশটির সাধারণ মানুষ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে অর্থ সহায়তা মিললেও উন্নতি নেই অর্থনীতির।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ৮০০ ডলার হলেও আমদানি খরচ বহনে তা যথেষ্ট নয়। কেন্দ্রীয় ব্যাংক সাড়ে ৩ থেকে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিলেও সরকার বলছে প্রবৃদ্ধি হবে ৬ শতাংশে ওপরে।