Monday, March 17, 2025
আন্তর্জাতিক

পাকিস্তানের ঋণের পরিমান ৪৩টি দেশের জিডিপি’র সমান

ইসলামাবাদ: সংবিধানের ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে ভারতের সঙ্গে একতরফা ভাবে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে পাকিস্তান। এর জেরে ঈদের মুখে সে দেশে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। নিত্য প্রয়োজনীয় জিনিস যোগাড় করতেই নাজেহাল হয়ে পড়ছে দেশটির জনগণ।

এরমধ্যেই প্রকাশ্যে এসেছে পাকিস্তানের অর্থনীতি নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য। হিসাব করে দেখা গিয়েছে, ঋণে ডুবে থাকা পাকিস্তানের ঋণের পরিমাণ বিশ্বের ৪৩টি দেশের জিডিপি’র সমান। তারপরও ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে চলেছে তারা।

ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড-এর রিপোর্ট অনুসারে, ২০১৮ সালে ভারতের জিডিপি ছিল ২.৭১ লাখ কোটি মার্কিন ডলার। যা বিশ্বের সপ্তম সব থেকে বড় অর্থনীতি। তাদের জিডিপি ০.৩১ লাখ কোটি মার্কিন ডলার। গোটা বিশ্বের কাছে পাকিস্তানের ঋণের পরিমাণ ১০৫০০ কোটি ডলার। ২০০৪ সালে যার পরিমাণ ছিল ৩০০০ কোটি ডলার।

হিসেব করে দেখা যাচ্ছে, বিশ্বের অন্তত ৪৩টি দেশের জিডিপি-র সমান ঋণ পাকিস্তানের। এর মধ্যে রয়েছে সামোয়া, সেশেল্স, গাম্বিয়া, অ্যান্টিগা, বারমুডা, ভুটান, মধ্য আফ্রিকার দেশগুলি, লাইবেরিয়া, বুরুন্ডি, সুরিনেম, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, মালদ্বীপ, বারবাডোজ, ফিডির মতো দেশগুলি। এদের মোট জিডিপি ১০৭০০ কোটি ডলার।