Friday, March 21, 2025
আন্তর্জাতিক

ভারতের সঙ্গে প্রচলিত যুদ্ধ বাঁধলে হারবে পাকিস্তান: ইমরান খান

ইসলামাবাদ: ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করাকে কেন্দ্র করে গতানুগতিক কোনও যুদ্ধে জড়ালে ভারতের কাছে পাকিস্তান হেরে যেতে পারে বলে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে পাকিস্তান সেই যুদ্ধে হেরে গেলেও এর ফলাফল ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাতকারে ইমরান খান দাবি করেন, পাকিস্তান কখনই প্রথমে যুদ্ধ শুরু করবে না। আমি একজন শান্তিবাদী এবং ঘোর যুদ্ধবিরোধী। আমার দৃঢ় বিশ্বাস, যুদ্ধ কখনই কোনও সমস্যার সঠিক সমাধান দিতে পারে না। তবে যখন দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যুদ্ধ করে, তাঁরা যদি প্রচলিত যুদ্ধে জড়ায় তাহলে তা পারমাণবিক যুদ্ধে রূপ নেওয়া সব ধরনের আশঙ্কা রয়েছে। তবে সেটা একেবারেই ভাবা যায় না।

পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, ঈশ্বর যেন না করেন, যদি আমরা প্রচলিত যুদ্ধ করি এবং যদি আমরা হেরে যাই, আমরা যদি এমন পরিস্থিতিতে পড়ি যে, হয় আত্মসমর্পণ করতে হবে অথবা স্বাধীনতার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে; আমি জানি পাকিস্তানিরা তাদের স্বাধীনতার জন্য মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করবে। আর যখন পারমাণবিক শক্তির দেশ শেষ পর্যন্ত যুদ্ধরত থাকে তখন সেটার পরিণতি ভয়াবহ হয়। এই কারণে আমরা জাতিসংঘের দ্বারস্থ হয়েছি। সবগুলো আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে যাচ্ছি। কারণ সম্ভাব্য ভয়াবহতা ভারতীয় উপমহাদেশ ছাড়িয়ে যাবে।

প্রসঙ্গত, ‘নয়া পাকিস্তান’ গড়ার স্লোগানে দেশের অর্থনীতিকে গতিশীল ও দুর্নীতিরোধের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন ইমরান খান। তবে রিপোর্ট বলছে, ইমরানের শাসনামলের প্রথম বছরে পাকিস্তানের অর্থনীতি আরও অবনতির দিকে গেছে। তাঁর শাসনামলে পাকিস্তানি রুপির মূল্য কমেছে ৩৫ শতাংশ। ইমরানের সমালোচকরা তাঁকে ‘ইউটার্ন প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যায়িত করছেন। তাঁদের দাবি, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনও পদক্ষেপ তিনি নিচ্ছেন না।