আগে পাকিস্তান সামলাও পরে কাশ্মীর চাইবে, ইমরানকে কটাক্ষ আফ্রিদির
লন্ডন: এবার পাকিস্তান সরকারকে প্রবল কটাক্ষ করলেন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। নাম না করে প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করলেন আফ্রিদি। লন্ডন একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, দেশের বিভিন্ন প্রদেশের আইন শৃঙ্খলা সামাল দিক সরকার, পরে কাশ্মীর ইস্যু নিয়ে সরব হবে।
আফ্রিদির এই মন্তব্যের পরেই সরগরম আন্তর্জাতিক মহল। বিশেষ করে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক মহলে ছড়িয়েছে শোরগোল। আফ্রিদি বলেছেন, কাশ্মীর কোনও ইস্যু নয়। আমি মনে করি পাকিস্তানের কাশ্মীরকে দরকার নেই। দেশের চারটি প্রদেশ সামলানো সম্ভব হচ্ছে না। ভারতকে দেওয়ারও প্রয়োজন নেই। কাশ্মীরকে আলাদা দেশ বানানোর পক্ষেও সওয়াল করেন প্রাক্তন পাক অলরাউন্ডার শাহিদ আফ্রিদি।
#Video|
Let Kashmir be independent: Former all rounder of Pakistan Shahid Khan Afridi @SAfridiOfficial.In a press conference Former Pakistani all-rounder Shahid Khan Afridi said that Pakistan doesn’t need #Kashmir and let Kashmir be Independent. pic.twitter.com/7cxzqHwyXt
— Farhan (@TheMountaineer_) 14 November 2018
প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ক্রিকেট অধিনায়ক ইমরান খান। তাঁর প্রধানমন্ত্রী হওয়ার পরেই ভারত-পাক সম্পর্কের উন্নতি হবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু পরিস্থিতি তেমন তৈরী হয়নি। জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের(LoC) উত্তেজনাও কমেনি। নিয়ন্ত্রণ রেখায় লাগাতার গুলিবিনিময় চলছেই।
পাক অধিকৃত কাশ্মীর থেকে বার বার জঙ্গি তৎপরতায় উস্কানি দেওয়ার অভিযোগ করে ভারত। তার প্রমাণও মিলেছে বহুবার। তবুও পাক সরকার তাঁদের অবস্থান বদলায়নি। এমনই প্রসঙ্গ টেনে সরকারের সমালোচনা করেছেন শাহিদ আফ্রিদি।