Tuesday, June 24, 2025
Latestদেশ

পঞ্চায়েত প্রধান হলেন পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থী নীতা কানওয়ার

যোধপুর: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে উত্তাল গোটা দেশ। এদিকে রাজস্থানের একটি গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ হিসাবে নির্বাচিত হলেন পাকিস্তানি শরণার্থী নীতা কানওয়ার। গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় নাগরিকত্ব পান তিনি। রাজস্থানের টঙ্ক জেলার নাতওয়ারা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছেন তিনি।

গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মোট সাত জন প্রার্থী লড়াই করেছিলেন। মোট ভোট ২৪৯৪টি। এর মধ্যে ১০৭৩টি ভোট পেয়েছেন নীতা কানওয়ার। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সোনু দেবীকে হারিয়েছেন ৩৬২ ভোটে।

২০০১ সালে পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন নীতা কানওয়ার। দীর্ঘ ১৮ বছর লড়াই করে অবশেষে গত বছরের সেপ্টেম্বরে ভারতের নাগরিকত্ব পান তিনি। ১৭ জানুয়ারি নীতা পঞ্চায়েত প্রধান হলেন।

২০০৫ সালে আজমেরের সোপিয়া কলেজ থেকে কলা বিভাগে স্নাতক হন নীতা কানওয়ার। ২০১১ সালে নাটওয়ারার পুনিয়া প্রতাপ করণের সঙ্গে বিয়ে হয় তাঁর। শুক্রবারের ভোটে জেতার পর নীতা বলেন, যারা আমাকে ভোট দিয়ে প্রধান নির্বাচিত করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। সততা ও পরিশ্রমের সঙ্গে পঞ্চায়েতের উন্নয়নের জন্য কাজ করে যাব আমি।

নীতা বলেন, আমি বাড়ির বউ ছিলাম। এখন আমি গ্রামের বউ। যেভাবে একজন বউ পরিবারের জন্য কাজ করেন, সেভাবেই আমি গ্রামের জন্য কাজ করব। নীতার বাবা স্বরূপ সিং ও ভাই রাজওয়ান্ত সিং পাকিস্তানে থাকেন। সেখানে তাঁরা চাষবাস করেন। নীতার মা মোহন কানওয়ার যোধপুরে তাঁর মামার সঙ্গে থাকেন।