Sunday, March 16, 2025
আন্তর্জাতিক

এয়ার স্ট্রাইকে ক্ষতিগ্রস্ত জঙ্গিঘাঁটি, তথ্য লুকাতে সংবাদমাধ্যমের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

ইসলামাবাদ: গত ৯ দিনে তিনবার। প্রথম দু’বার ছিল প্রতিকূল আবহাওয়া ও সাংগঠনিক কারণ। আর এবার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বালাকোটের ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকে গুঁড়িয়ে দেওয়া জইশ-ই-মহম্মদ জঙ্গিঘাঁটি ও আশপাশের বাড়িগুলিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রয়টার্সের প্রতিনিধিদের ঢুকতে দিল না পাকিস্তানের প্রশাসন।

কিছুতেই বালাকোটে খবর সংগ্রহ করতে যেতে পারছেন না সাংবাদিকরা। বিদেশি সাংবাদিকরা তো বটেই, কাউকেই জইশ-ই-মহম্মদের ঘাঁটির দিকে যেতে দেওয়া হচ্ছে না। বালাকোটের ওই রাস্তা বন্ধ করে রেখেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী।

সূত্রের খবর, এখনও ঘটনাস্থলে জইশ জঙ্গিদের মৃতদেহ পড়ে রয়েছে। ফলে, সাংবাদমাধ্যমের কাছ থেকে তা আড়াল করতেই বালাকোটের রাস্তা বন্ধ করছে পাক প্রশাসন।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় ৪০ জনেরও বেশি CRPF জওয়ান শহিদ হন। পাল্টা জবাবে ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান।

পাকিস্তানের মিলিটারি প্রেস উইংয়ের তরফে বলা হয়েছে, আগামী কয়েকদিন ওই এলাকায় নিরাপত্তার কারণে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হবে না।

এ প্রসঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, পাকিস্তান কোনও সাংবাদিককেই বালাকোটে জইশ শিবিরের দিকে যেতে দেয়নি। ফলে, এটা পরিষ্কার পাকিস্তান অনেক কিছুই মিডিয়ার কাছ থেকে লুকোতে চাইছে। রবীশ কুমারের দাবি, ভারতীয় বায়ুসেনার অভিযান নিয়ে সন্দেহপ্রকাশের কোনও জায়গা নেই। নির্দিষ্ট টার্গেটেই হামলা হয়েছে।