Monday, March 17, 2025
দেশ

ফের সংঘর্ষ বিরতি নীতি লঙ্ঘন পাকিস্তানের, নিহত ১ পাক সেনা

শ্রীনগর: ফের সংঘর্ষ বিরতি নীতি লঙ্ঘন করল পাকিস্তান। বৃহস্পতিবার কাশ্মীরের হাজী পীর সেক্টরে গুলিবর্ষণ করে পাক সেনারা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। দু’দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়কালে নিহত হয়েছে এক পাক সেনা।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, নিহত পাক সেনার নাম গোলাম রাসূল। নিহত ওই সেনা কর্মকর্তা ভাওয়ালনগরের বাসিন্দা।

গত ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিলের ফলে জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় কেন্দ্রীয় সরকার। লাদাখ ও জম্মু-কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে বিল পাস হয়। কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল ইস্যুতে  যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে।

প্রসঙ্গত, ৩৭০ ধারা বাতিলের বিরোধীতা করে আন্তর্জাতিক আদালতে একাধিকবার মুখ পুড়ছে পাকিস্তানের। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ ইস্যুতে বিরোধিতার জন্য সেভাবে কোনও তথ্যপ্রমাণই নেই পাকিস্তানের কাছে।