Sunday, March 16, 2025
দেশ

ভারতীয় ‘জবাবে’ নিহত ২ পাক সেনা, সাদা পতাকা উড়িয়ে নিয়ে গেল দেহ

শ্রীনগর: ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। পালটা জবাব দেয় ভারতীয় সেনাও। দু’পক্ষের গোলগুলিতে নিহত ২ পাকিস্তানি সেনা। ভারতীয় সেনার গুলিতে নিহত দুই পাক সেনার দেহ উদ্ধারে সাদা পতাকা দেখিয়ে গোলাগুলি বন্ধের আবেদন জানায় পাক রেঞ্জার্সরা। সৌজন্য দেখিয়ে গুলি চালানো বন্ধ করে ভারতীয় সেনাবাহিনী।

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গেছে, বিনা উসকানিতে পাকিস্তানি সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করায় পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। এতে পাক সেনাবাহিনীর ২ সদস্য নিহত হয়েছেন। দু’দিন ধরে চেষ্টা চালানোর পরও তাদের মৃতদেহ উদ্ধারে ব্যর্থ হয় পাক সেনাবাহিনী। অবশেষে শান্তির প্রতীক হিসেবে সাদা পতাকা প্রদর্শন করে তাদের লাশ উদ্ধার করেছে তারা।


প্রসঙ্গত, গত ৩০ ও ৩১ জুলাই কেরান সেক্টরে ভারত-পাক গোলাগুলিতে নিহত হন ৫ থেকে ৭ জন পাকিস্তানি জওয়ান এবং জঙ্গি।