পাকিস্তানের সেনাবাহিনী-পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করল ভারত
ইসলামাবাদ: কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় ৪৯ সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পর পাকিস্তানের সেনাবাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। শনিবার রাতে ওই ওয়েবসাইট দু’টি হ্যাক হয়। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের দৈনিক দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে ওই ওয়েবসাইট দুটি হ্যাক করা হয়েছে।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মহম্মদ ফয়সাল বলেন, যদিও পাকিস্তানের ভেতরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের কার্যক্রমে কোন সমস্যা দেখা দেয়নি। তবে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং সৌদি আরবের ব্যবহারকারীরা এই ওয়েবসাইটে ঢুকতে পারছেন না। পাকিস্তানের সেনা ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না।
বৃহস্পতিবার দুপুরে কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনায় ৪৯ সিআরপিএফ সদস্য নিহত হয়। এদিন জম্মু থেকে সিআরপিএফের একটি কনভয় শ্রীনগর যাচ্ছিল। সে সময় অবন্তীপোরার কাছে একটি বিস্ফোরকভর্তি গাড়ি এসে ধাক্কা মারে ওই কনভয়ে। পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মুহম্মদ ওই হামলার দায় স্বীকার করেছে।
উল্লেখ্য, ভয়াবহ এই হামলার নিন্দা জানিয়েছে বিশ্বের ৫০টিরও বেশি দেশ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ভারতের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে তাঁরা।