Tuesday, June 24, 2025
দেশ

পাকিস্তানি সেনার বাঙ্কার ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশ করল ভারতীয় সেনা

শ্রীনগর: শুক্রবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে কাশ্মীরের বিভিন্ন জায়গায় হামলা চালায় পাকিস্তানি সেনা। এই হামলায় মোট পাঁচ জন ভারতীয় সেনা ও বিএসএফ শহিদ হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৬ জন সাধারণ মানুষ।

পাক হামলার কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনাও। ভারতের পাল্টা জবাবে অন্তত ১১ জন পাকিস্তানি সেনা জওয়ান নিহত হয়েছে। একাধিক পাকিস্তানি সেনার বাঙ্কার ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।


ভারতীয় সেনা পাকিস্তানি সেনার বাঙ্কার ভেঙে গুঁড়িয়ে দেওয়ার সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। উরি, পুঞ্চ, বারামুলায় পাক সেনার সঙ্গে ভারতীয় সেনার প্রবল সংঘর্ষ হয়।


ভারতীয় সেনা জানিয়েছে, শুধু পাক সেনা চৌকি নয়, ভারতের জবাবি হামলায় পাকিস্তানি সেনার সাহায্যে চলা জঙ্গিদের লঞ্চ প্যাড, জ্বালানি মজুত করার বিল্ডিংও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, গ্রেনেড ছুড়ে শত্রু ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।