একেই বলে ঠ্যালার নাম বাবাজি, জীবনদায়ী ওষুধের জন্য ফের ভারতের দ্বারস্থ পাকিস্তান
ইসলামাবাদ: ৩৭০ ধারা বাতিলের পর পাকিস্তানে ভারতীয় সামগ্রী নিষিদ্ধ করেছিল পাক সরকার। কিন্তু বেশি দিন আর নিজের সিদ্ধান্তে অটল থাকলে পারলেন না পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারত থেকে সমস্ত আমদানি বন্ধ করে চরম দুরবস্থা দেখা দিয়েছে পাকিস্তানে।
ভারতের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে পাকিস্তানের ওষুধ শিল্প। তাই একপ্রকার নিজেদের মুখ পুড়িয়েই ভারতে তৈরি জীবনদায়ী ওষুধ আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল ইমরান খান।
পাকিস্তানের জিও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি রোগীদের বাঁচাতে সোমবার ভারত থেকে জীবনদায়ী ওষুধ আমদানিতে ছাড়পত্র দিয়েছে ইমরান খানের সরকার।
৩৭০ ধারা বাতিলের পর ওষুধ ব্যবসায়ীদের এই বিষয়ে হুমকি নির্দেশ জারি করে ভারত থেকে ওষুধ আনা বন্ধ করে দেওয়া করে দেওয়া হয়। তবে দিনকয়েকের মধ্যে দেশজুড়ে জীবনদায়ী ওষুধের চূড়ান্ত ঘাটতি দেখা দেয়। হাসপাতালে বহু মানুষের প্রাণসংশয় পর্যন্ত দেখা দেয়। অবশেষে তাই বাধ্য হয়েই নিজেদের অবস্থান থেকে সরে আসতে হল ইমরান খানকে।