Monday, June 16, 2025
Latestদেশ

পাকিস্তানের ডিএনএ-তেই সন্ত্রাসবাদ, ইউনেস্কোয় পাকিস্তানকে তুলোধনা করল ভারত

প্যারিস: ফের সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কড়া আক্রমন ভারতের। কাশ্মীর ইস্যুতে এবার পাকিস্তানকে মুখের উপর উপযুক্ত জবাব দিল ভারত। প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী অনন্যা আগরওয়াল বলেন, সন্ত্রাসবাদ পাকিস্তানের ডিএনএ-তে রয়েছে। অনন্যা আগরওয়াল বলেন, পাকিস্তান ক্রমশই ভিতরে ভিতরে ক্ষয়ে যাচ্ছে। তারা সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ হয়েছে এবং যার ফলে তাদের অর্থনীতিও উগ্র সমাজ ও সন্ত্রাসবাদের কবলে পড়ে ক্ষয়িষ্ণু হয়ে গেছে।

অনন্যা আগরওয়াল আরও বলেন, পাকিস্তান যেভাবে ইউনেস্কোর মঞ্চকে অপব্যবহার করতে চেয়েছে, ভারতের বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট অভিযোগ এবং অসুস্থ আচরণ করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই। পাকিস্তান চরমপন্থী মতাদর্শ এবং উগ্রপন্থা থেকে শুরু করে সন্ত্রাসবাদের অন্ধকারে আছন্ন।

সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের প্রসঙ্গ তুলে অনন্যা আগরওয়াল বলেন, পাকিস্তান এমন একটা দেশ যারা রাষ্ট্রপুঞ্জের মঞ্চে দাঁড়িয়ে অন্য দেশের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের ডাক দেয়। পারভেজ মুশারফের প্রসঙ্গ টেনে অনন্যা আগরওয়াল আরও বলেন, পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মুশারফ সম্প্রতি কুখ্যাত জঙ্গি নেতা ওসামা বিন লাদেন ও হাক্কানি নেটওয়ার্ককে পাকিস্তানের ‘হিরো’ বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে কি জবাব দেবেন তারা?

অনন্যা আগরওয়াল বলেন, পাকিস্তানের মাটিতে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে, তা সত্ত্বেও ভারতের দিকে অভিযোগ তুলতে কোনও সুযোগ হাতছাড়া করে না পাকিস্তান।