Friday, March 21, 2025
আন্তর্জাতিক

ভারত থেকে মুসলিম খেদানোর উদ্দেশেই এনআরসি: ইমরান খান

৩৭০ ধারা বাতিলের পর নিয়ম করে ভারতকে আক্রমণ করতে থাকেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এবার শুধু কাশ্মীর নয়, এনআরসি নিয়েও কথা বলা শুরু করলেন ইমরান। শুধু তাই নয়, এনিয়ে ভারতীয় মিডিয়ার রিপোর্টকে হাতিয়ার করে টুইটও করেছেন তিনি। শনিবার এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পরই মোদী সরকারকে আক্রমণ করেন ইমরান। তাঁর বক্তব্য, মুসলিমদের নিশানা করার বৃহত্তর নীতির অঙ্গ হিসেবে ব্যবহৃত হচ্ছে এনআরসি।

টুইটারে ইমরান খান লিখেছেন, এনআরসি করে মুসলিম সম্প্রদায়কে জাতিগতভাবে নির্মূল করতে চাইছে মোদী সরকার। তাঁর দাবি, ভারত ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে খবর আসছে মোদী সরকার কীভাবে মুসলিম সম্প্রদায়কে জাতিগতভাবে নির্মূল করতে চাইছে। গোটা বিশ্বের কাছে অশনি সংকেত দিচ্ছে মোদী সরকারের এই সিদ্ধান্ত।


অভিযোগের সুরে তাঁর বক্তব্য, যেভাবে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেইভাবেই এবার নেওয়া হল এনআরসি-র সিদ্ধান্ত। একের পর এক জাতিগত বিদ্বেষমূলক সিদ্ধান্ত নিয়ে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইমরান লিখেছেন, ভারতীয় এবং আন্তর্জাতিক মিডিয়া থেকে মোদী সরকার দ্বারা মুসলিমদের জাতিগতভাবে নির্মূল করার খবর সারা দুনিয়ার কাছে অশনি সঙ্কেত হওয়া উচিত, যে কাশ্মীরের অবৈধ অধিগ্রহণ মুসলিমদের নিশানা করার বৃহত্তর নীতির অঙ্গ।