Monday, March 24, 2025
Latestআন্তর্জাতিক

যান্ত্রিক ত্রুটির কারণে নিউইয়র্কে ইমরানের বিমানের জরুরি অবতরণ

নিউ ইয়র্ক: রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার প্রতিনিধি দল। তবে ইমরান ও তাঁর প্রতিনিধি দলকে বহনকারী বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে নিউ ইয়র্কে জরুরি অবতরণ করেছে। শুক্রবার রাতের এ ঘটনায় পাকিস্তানে না ফিরতে পেরে ওই বিমানটি আবার নিউইয়র্কে ফিরে গেছে বলে খবর।

শুক্রবার সন্ধ্যায় একটি বিশেষ বিমানে করে নিউ ইয়র্কের কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ওই বিশেষ বিমানে করেই সৌদি আরব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। সৌদি সফর শেষে যুক্তরাষ্ট্রে যাবেন বলে তার জন্য বিশেষ বিমানটির ব্যবস্থা করেছিলেন সৌদির ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশন শেষে পাকিস্তানের উদ্দেশে রওনা দিলেও বিমানে ত্রুটির কারণে উড্ডয়নের কয়েক ঘণ্টা পর এটি আবারও নিউ ইয়র্কে ফিরে যেতে বাধ্য হয়। ইমরানকে বিমানবন্দরে বিদায় জানানো রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত পাক রাষ্ট্রদূত মালেহা লোদি আবার তাঁকে অভ্যর্ত্থনা জানান। পরে ইমরান রুজভেল্ট হোটেলে ফিরে যান।

জানা গেছে, ওই বিমানে সামান্য সমস্যা ছিল। তবে জরুরি ভিত্তিতে ঠিকও করা হয়েছে। এ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। বিমানটি যখন নিউ ইয়র্ক থেকে যাত্রা করে টরোন্টোর কাছাকাছি ছিল ঠিক তখনই এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তবে বিমানটিতে আর কোনও সমস্যা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।