‘পাকিস্তানে কোনও জঙ্গি সংগঠন নেই’, রাষ্ট্রপুঞ্জে দাবি ইমরানের
নিউ ইয়র্ক: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তব্য রাখলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে তিনি বলেন, পাকিস্তানে বর্তমানে কোনও সন্ত্রাসবাদী দলের অস্তিত্ব নেই। নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। তিনি ঠিক বলছেন কি না, দেখার জন্য রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষকদের পাকিস্তানে আমন্ত্রণও জানান ইমরান খান।
পাক প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় বায়ুসেনার বালাকোট অভিযানের পরেও উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিয়ে পাকিস্তান যে সৌজন্য দেখিয়েছে। খেদ প্রকাশ করে তিনি বলেন, মোদীর কাছে এই সৌজন্য গুরুত্ব পায়নি। দু’দেশের মধ্যে শান্তি বজায় রাখতে বৈঠক এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই পাকিস্তান এই সৌজন্য প্রদর্শন করেছিল বলে দাবি করেন ইমরান।
ইমরান খানের কথায়, ভারত-পাকিস্তান একই সমস্যায় জর্জরিত। ফলে, দু-দেশেরই লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষ। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভারতের সঙ্গে তাঁর সম্পর্ক উল্লেখ করে তিনি বলেন, আমি ভারতে ঘুরতে যেতে ভালোবাসি।
পাক প্রধানমন্ত্রী বলেন, যখন দুটি পরমাণু শক্তিধর দেশ লড়াই করে, গোটা বিশ্বে তার ‘প্রভাব’ পড়ে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় কাশ্মীর ইস্যু তুলে ধরে তিনি বলেন, এটা রাষ্ট্রপুঞ্জের কাছে পরীক্ষা।
প্রসঙ্গত, মোদী পাকিস্তানের নাম না করে সাফ বলেছেন, দেশটি সন্ত্রাসবাদের উৎসস্থল, এবং তাদের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধে ব্যবস্থা নিতে হবে। মোদী বলেন, তাদের মূল এজেন্ডা হল ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো। তারা সন্ত্রাসবাদকে সমর্থন করে, তারা সন্ত্রাসবাদীদের প্রশয় দেয়। সেটা ৯/১১-এ আমেরিকা হোক বা ২৬/১১ এর মুম্বাই হামলা, ষড়যন্ত্রকারীদের কোথায় পাওয়া গিয়েছিল? শুধু আপনারা নন, সারা বিশ্ব জানে, তারা কোন দেশের।