Sunday, March 16, 2025
Latestআন্তর্জাতিক

আল কায়েদা জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে পাক সেনা ও ISI, বিস্ফোরক স্বীকারোক্তি ইমরানের

নিউ ইয়র্ক: পাকিস্তান যে সন্ত্রাসবাদীদের পীঠস্থান তা এবার প্রকাশ্যে নিজের মুখে স্বীকার করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা সম্মেলনে উপলক্ষে গিয়ে ইমরান খান এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর (৯/১১) মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান হামলার আগে আল কায়েদা জঙ্গিদের পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও পাকিস্তানি সেনাবাহিনী প্রশিক্ষণ দিয়েছিল। এই প্রথম কোনও পাকিস্তানি নেতা সরাসরি স্বীকার করে নিলেন যে পাক বাহিনী ও আইএসআই জঙ্গিগোষ্টী আল কায়েদাকে প্রশিক্ষণ দিয়েছে।

ইমরান খান বলেন, আল কায়েদা জঙ্গিদের পাকিস্তানি সেনা ও আইএসআই হামলার আগে ট্রেনিং দিয়েছিল। তবে এখন পরিস্থিতি বদলে গিয়েছে। তাঁর কথায়, এখন সরকার নীতি বদল করে ফেলেছে।

সোমবার সেন্টার ফর ফরেন রিলেশনসের বৈঠকে ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করা হয়, ওবামা বিন লাদেন কীভাবে অ্যাবটাবাদে বাস করছেন? তা জানতে পাকিস্তানের তদন্ত করেছে কিনা? উত্তরে পাক প্রধানমন্ত্রী  ইমরান খান জানিয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনী, আইএসআই আল কায়েদা এবং সহ বিভিন্ন জঙ্গিগোষ্টীকে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিয়েছিল। ইমরান বলেন, সবসময় পাকিস্তান ওদের সঙ্গে সংযোগ রাখত। সেটা রাখতেই হত, কারণ পাকিস্তান ওদের প্রশিক্ষণ দিত।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হিউস্টনের ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে ইসলামিক সন্ত্রাসবাদকে নির্মূল করার ডাক দিয়েছেন। নরেন্দ্র মোদী বরাবরই পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুড়ঘর বলে দাবি করেন, তাতে তাঁর সম্মতি জানিয়ে ট্রাম্প বলেন, ইসলামী সন্ত্রাসের হাত থেকে নিরীহদের রক্ষা করতে ভারত এবং আমেরিকা প্রতিজ্ঞাবদ্ধ। আমেরিকা-ভারত দু’দেশেরই মাথাব্যথার কারণ ইসলামিক সন্ত্রাস এবং অনুপ্রবেশ। তাই ইসলামী সন্ত্রাসবাদ নির্মূল করতে ওয়াশিংটন সব সময়ই নয়াদিল্লির পাশে থাকবে।