গ্রেফতার মুম্বাই হামলার চক্রান্তকারী পাকিস্তানি বংশোদ্ভুত তাহাউর রানা
লস এঞ্জেলস: ২৬/১১ মুম্বাই হামলার চক্রান্তকারী পাকিস্তানি বংশোদ্ভুত কানাডার নাগরিক তাহাউর রানাকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলায় ১৬৬ জন নিহত হন। মুম্বাই হামলার অন্যতম চক্রান্তকারী ডেভিড কোলম্যান হেডলির ডান হাত এই তাহাউর রানা।
মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, লস অ্যাঞ্জেলসে ১৪ বছরের জন্য জেল খাটছিল সে। ৫৯ বছর বয়সী তাহাউর রানার করোনা পজিটিভ ও খারাপ স্বাস্থ্যের জন্য কয়েক দিন আগে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু মুম্বাই হামলার ঘটনায় জড়িত বলে ভারত তার প্রত্যর্পণের আর্জি জানিয়েছে মার্কিন আদালতে। ভারত ও আমেরিকার মধ্যে ১৯৯৭ সালের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী তাহাউরকে ফের গ্রেফতার করা হয়।
মার্কিন প্রশাসনের তরফে বলা হয়েছে, অনেকদিন ধরেই তাহাউরকে ভারত নিজেদের হেফাজতে চাইছে। এনআইএ-এর বরিষ্ঠ অফিসার জানিয়েছেন, ১১ বছর পর এটি ইতিবাচক পদক্ষেপ। এবার প্রত্যর্পণের শুনানি চালু হবে। মার্কিন প্রশাসন জানিয়েছে, তাহাউরের বিরুদ্ধে ভারতের তথ্যপ্রমাণে সন্তুষ্ট তাঁরা।
প্রসঙ্গত, পাকিস্তান সেনায় একদা চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন তাহাউর। তারপর ব্যবসা শুরু করে সে। ২০১১ সালে শিকাগোর একটি আদালত তাকে মুম্বাই হামলায় লস্করকে সাহায্য করার অভিযোগে দোষী সাব্যস্ত করে।
তাহাউরের উকিলের দাবি, তাহাউরকে ডেভিড কোলম্যান হেডলি ভুলপথে চালিত করেছিল। হেডলি ছিল রানার স্কুল ফ্রেন্ড। রানার অভিবাসন আইন সংক্রান্ত ব্যবসার শাখা মুম্বাইয়ে খুলে ফাঁকতালে তথ্য সংগ্রহ করেছিল হেডলি। এই মুহূর্তে ৩৫ বছরের জেল খাটছে হেডলি।