পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে টেকসই পদক্ষেপ নিতে কড়া বার্তা আমেরিকার
ওয়াশিংটন: পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কড়া বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি, জানানো হয়েছে ভারত ও পাকিস্তান সম্মতি দিলে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার তরফে এও বলা হয়েছে, ভারতের সঙ্গে জম্মু ও কাশ্মীর নিয়ে শান্তি বৈঠক চাইলে পাকিস্তানের উচিৎ সবার আগে সন্ত্রাসের বিরুদ্ধে টেকসই ও অপরিবর্তনীয় পদক্ষেপ গ্রহণ করা।
এক মার্কিন আধিকারিক বলেন, ভারত-পাকিস্তান উভয় দেশই যদি সম্মতি দেয় তবে ট্রাম্প অবশ্যই মধ্যস্থতার ভূমিকা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তবে বাইরের কারও মধ্যস্থতার বিষয়টি মেনে না নেওয়াই ভারতের অবস্থান বলে জানিয়েছে আমেরিকা। ওই আধিকারিক বলেন, আমরা এমন একটি পরিবেশকে উৎসাহিত করতে চাই যা গঠনমূলক সংলাপের সুযোগ তৈরি করে, এর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের অপরিবর্তনীয় ও টেকসই পদক্ষেপ গ্রহণ করাও। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে দু’দেশের মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক আলোচনা করা উচিত বলে মনে করে আমেরিকা।
পাশাপাশি, নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক বলেন, কর্তারপুর করিডরের সমঝোতা স্মারক স্বাক্ষরকে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করতে সাহায্য করবে। তিনি বলেন, এটি একটি ছোটখাটো পদক্ষেপ হলেও এই ধরণের পদক্ষেপ গঠনমূলক সংলাপের জন্যে অত্যন্ত প্রয়োজনীয়।
প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান আলোচনা এবং সন্ত্রাস একসঙ্গে হতে পারে না, এই বিষয়টিকে আমেরিকা সমর্থন করে কিনা এমন প্রশ্নের জবাবে ওই মার্কিন আধিকারিক বলেন, পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে টেকসই এবং অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।