Thursday, September 19, 2024
আন্তর্জাতিক

পাকিস্তানকে এক ডলারও দেওয়া উচিত নয় আমেরিকার: নিকি হ্যালি

ওয়াশিংটন: রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, সন্ত্রাস দমনে ব্যর্থ পাকিস্তানকে আর এক ডলারও দেওয়া উচিত নয়। নিকির অভিযোগ, সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করেনি পাকিস্তান। অবিলম্বে তাদের অর্থ সাহায্য করা বন্ধ করুক আমেরিকা। অন্ধ ভাবে অর্থ সাহায্য চালিয়ে গেলে আদৌ পাকিস্তান কোনওদিন সন্ত্রাসের পথ থেকে সরে আসবে না বলে মার্কিন পত্রিকা ‘দা অ্যাটলান্টিকে’ সোমবার জানিয়েছেন নিকি হ্যালি।

রাষ্ট্রপুঞ্জে বারবার পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে সোচ্চার হয়েছে ভারত। এবার সেই একই পথে হাঁটলেন মার্কিন রাষ্ট্রদূত। নিকি হ্যালি বলেন, সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করেনি ইসলামাবাদ। তাই অবিলম্বে তাদের অর্থ সাহায্য করা বন্ধ করা উচিত আমেরিকার। আর এক ডলারও পাকিস্তানকে দেওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, একবার পাকিস্তানের দিকে তাকান। ওরা আমাদের থেকে এক বিলিয়নেরও বেশি অর্থ পেয়েছে। কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি। বরং সন্ত্রাসকে মদত দেয় পাকিস্থান। আর তাতে জীবন দিতে হয় মার্কিন সৈন্যদের। যতদিন না পর্যন্ত পাকিস্তান এ আচরণ বন্ধ করবে না ওদের আর এক ডলারও দেওয়া উচিত নয়।

৪৬ বছরের হ্যালি বলেন, কাউকে বিপুল অর্থ সাহায্য করে তারপর তার কাছ থেকে ভালো কাজের আশা করা মূর্খামি। আগে তাকে বলতে হবে এইগুলো করো, তা করা হলে তবেই তাকে অর্থ সাহায্য করা উচিত। কোন দেশের সঙ্গে আমেরিকা কূটনৈতিক সম্পর্ক রাখবে তা আরও একবার খতিয়ে দেখার সময় এসেছে বলেও মন্তব্য করেন নিকি হ্যালি।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন পাকিস্থানকে সামরিক সাহায্য হিসেবে দেওয়া ৩০০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করে। সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান যথাযথ পদক্ষেপ না নেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা।