Friday, March 21, 2025
দেশ

প্রধানমন্ত্রীর ঘোষণার ভূষসী প্রশংসা করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা চিদাম্বরম

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে উল্লিখিত তিনটি বিষয়ের ভূষসী প্রশংসা করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। এই তিনটি বিষয় হল জনবিস্ফোরণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং সম্পদ নির্মাতাদের সম্মান।

টুইটারে বর্ষীয়ান এই কংগ্রেস নেতা লিখেছেন, আমাদের সকলেরই উচিত প্রধানমন্ত্রীর স্বাধীন‌তা দিবসে করা তিনটি ঘোষণাকে স্বাগত জানানো। ছোট পরিবার দেশাত্মবোধক দায়িত্ব, সম্পদ নির্মাতাদের সম্মান এবং সিঙ্গল-ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা।


প্রাক্তন অর্থমন্ত্রী আরও জানান, এই তিন ঘোষণার মধ্যে আমি আশা করি অর্থমন্ত্রী এবং তাঁর অধীনস্থ কর আধিকারিকরা প্রধানমন্ত্রীর দ্বিতীয় পরামর্শটি পরিষ্কার ও জোরালো ভাবে শুনতে পেয়েছেন।


তিনি আরও লেখেন, প্রথম ও তৃতীয় পরামর্শগুলি নিয়ে সাধারণ মানুষকে আন্দোলন করতে হবে। শয়ে শয়ে সেচ্ছাসেবী সংস্থা রয়েছে যারা আন্দোলনটাকে তৃণমূল স্তরে নিয়ে যেতে পারবে।