পেটের যন্ত্রণা, এইমসে ভর্তি করা হল পি চিদাম্বরমকে
নয়াদিল্লি: পেটের যন্ত্রণা হওয়ায় দিল্লির এইমসে ভর্তি করা হল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরমকে। সোমবার বিকাল সাড়ে ৫টা নাগাদ তাঁকে এইমসে ভর্তি করা হয়। আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারি মামলায় তিহার জেলে ছিলেন চিদাম্বরম। সিবিআই মামলায় জামিন পেলেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মামলায় এখনও রেহাই পাননি তিনি।
বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন চিদাম্বরম। গত সপ্তাহে শুনানির সময় চিদাম্বরম আইনজীবী কপিল সিব্বল আবেদন করেন প্রচণ্ড পেটে ব্যাথার চিকিৎসার জন্য তাঁকে হায়দরাবাদে চিকিৎসার জন্য যেতে দেওয়া হোক। চিকিৎসার পর, তাঁকে আবারও হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়। ইডির তরফে বলা হয়, কোনওরকম চিকিৎসার প্রয়োজনে তাঁকে দিল্লির এআইআইএমএসে নিয়ে যাওয়া হবে। এদিন সকালে তাঁকে আরএমএল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পেটের যন্ত্রণা হওয়ায় চিদাম্বরমকে এইমসে নিয়ে যাওয়া হয়।
Delhi: Congress leader P Chidambaram has been taken to AIIMS (All India Institute of Medical Sciences) following deterioration in his health condition. He is currently in Enforcement Directorate’s (ED) remand in connection with the INX media case. (file pic) pic.twitter.com/5gxKDhlGNy
— ANI (@ANI) October 28, 2019
আইএনএক্স মিডিয়া কেলঙ্কারিতে সিবিআই মামলায় জামিন মেলার পর ইডি মামলায় জামিনের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চিদাম্বরম। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার ইডিকে নোটিস দিয়েছে দিল্লি হাইকোর্ট। এ মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৪ নভেম্বর।
২১ আগস্ট পি চিদাম্বরমকে গ্রেফতার করে সিবিআই। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০০৭-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন, আইএনএক্স মিডিয়া সংস্থাকে বিদেশলগ্নি পাওয়ার অনুমোদন দিয়েছিলেন তিনি, ওই সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন পিটার মুখোপাধ্যায় এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায়, তার জন্য ঘুষ নিয়েছিলেন চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরম। পি চিদাম্বরম ৯.৯৬ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ।