চিদাম্বরমের তিহারযাপন! এসি নেই, বরাদ্ধ ডাল-রুটি
নয়াদিল্লি: ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে পি চিদম্বরমকে। জেল নম্বর ৭, ওয়ার্ড নম্বর ২, সেল নম্বর ১৫- তিহার জেলে এটাই এখন ঠিকানা দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের। আইএনএক্স মিডিয়া মামলায় গ্রেফতারের পর এতদিন সিবিআই হেফাজতে ছিলেন চিদাম্বরম। বৃহস্পতিবার দিল্লির বিশেষ সিবিআই আদালত এ মামলায় তাঁকে শেষ পর্যন্ত জেলেই পাঠালো।
জেলে কীভাবে থাকছেন চিদাম্বরম? কী কী বন্দোবস্ত করা হয়েছে এই হেভিওয়েটের জন্য? জানা গিয়েছে, তিহার জেলে অন্যান্য কমপ্লেক্সের তুলনায় ৭নং জেল অনেকটাই নিরিবিলি। এখানে প্রধানত পণে অভিযুক্ত আসামীদেরই জায়গা দেওয়া হয়। চিদাম্বরমের মতো হেভিওয়েটের কথা মাথায় রেখেই ৭নং জেলে তাঁকে রাখার বন্দোবস্ত করা হয়েছে। জেল চত্বরে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
জেল সূত্রে খবর, দু’ধরনের সেল রয়েছে এই ৭নং জেলে। একটা হল, একজনের জন্য আলাদা সেল। আরেকটা সেলে থাকতে পারবেন ৩ জন। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখেই চিদাম্বরমকে পৃথক সেলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭ নং জেলে এই মুহূর্তে মোট ৮০০ বন্দি রয়েছেন।
জেল সূত্রে জানা গেছে, ৭নং জেলে চিদাম্বরমের জন্য বরাদ্দ পৃথক সেলে থাকছে ওয়েস্টার্ন টয়লেট, ফ্যান, খাট। চিদাম্বরমের জন্য রাখা থাকছে ৬টি কম্বল। প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজে ডিনারের ব্যবস্থা তো থাকছেই। চাও খেতে পারবেন চিদাম্বরম। অনুমতিসাপেক্ষ নিজের প্রয়োজনীয় ওষুধপত্র বাড়ি থেকে আনিয়ে খেতে পারবেন তিনি।