Saturday, June 21, 2025
Latestদেশ

‘সুস্থ’ আছেন চিদাম্বরম, জানালো এইমস, জামিনের আর্জি খারিজ হাইকোর্টের

নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরমের অন্তবর্তী জামিনের আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। শুক্রবার তাঁর স্বাস্থ্যপরীক্ষা করেন এইমস-এর মেডিক্যাল বোর্ড। তাঁরা জানান, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিদাম্বরম সুস্থ রয়েছেন। এরপরেই তাঁর জামিনের আর্জি খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।

আদালতের নির্দেশে এই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। মেডিক্যাল বোর্ডের সুপারিশ অনুযায়ী, চিদাম্বরম মিনারেল ওয়াটার এবং বাড়ির খাবার খেতে পারবেন। রিপোর্ট পাওয়ার পর হাইকোর্ট তিহার জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, মশা থেকে চিদাম্বরমকে সুরক্ষা দিতে তাঁর আশপাশ পরিষ্কার রাখার জন্য। এ মামলার পরবর্তী শুনানি আগামী ৪ নভেম্বর।

চিদাম্বরম তাঁর পাকস্থলীতে সমস্যার জন্য হায়দরাবাদে চিকিৎসা করাতে যেতে চেয়ে জামিনের আবেদন করেন। জামিনের আবেদনে বলা হয়, তাঁর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, এবং স্বচ্ছ পরিবেশে থাকা প্রয়োজন তাঁর। বৃহস্পতিবার চিদাম্বরমের আইনজীবী কপিল সিব্বল আদালতে বলেন, আমার অনুরোধ, এখনকার জন্য তাঁকে স্বচ্ছ পরিবেশে রাখা হোক। যদি এইমস কর্তৃপক্ষ বলে, এর কোনও প্রয়োজন নেই, তাহলে আপনি তাঁকে ফিরিয়ে দিতে পারেন। কপিল সিব্বলের জবাবে, চিদাম্বরমের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করতে বলে আদালত। তাঁর শারীরিক অবস্থা নিয়ে রিপোর্ট দিতে বলে হাইকোর্ট।

প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়া মামলায় গত ২১ আগস্ট রাতে চিদাম্বরমকে গ্রেফতার করে সিবিআই। ২০০৭ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন আইএনএক্স মিডিয়ার ৩০৫ কোটি টাকা বিদেশী বিনিয়োগ পাওয়ার জন্য অনুমোদন দেওয়ার অভিযোগ রয়েছে চিদাম্বরমের বিরুদ্ধে।