Tuesday, November 18, 2025
আন্তর্জাতিক

অংশগ্রহণকারী অসুস্থ, অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত

লন্ডন: অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের চূড়ান্ত দফার ক্লিনিক্যাল ট্রায়াল সাময়িক স্থগিত রাখা হয়েছে। এই টিকার ট্রায়ালে ব্রিটেনের এক অংশগ্রহণকারীর দেহে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ার পরে এ সিদ্ধান্ত নিয়েছে সুইডিশ-ব্রিটিশ বায়োটেক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। তবে ওই অংশগ্রহণকারীর কি অসুস্থতা ধরা পড়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, চূড়ান্ত দফার ট্রায়াল সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। একটি স্বতন্ত্র কমিটি সুরক্ষাজনিত তথ্য পর্যালোচনা করে দেখবে। অ্যাস্ট্রাজেনেকার তরফে বলা হয়েছে, বড় ধরনের ক্লিনিক্যাল ট্রায়ালে এমনটা ঘটতেই পারে। খুব শ্রীঘ্রই ফের ট্রায়াল শুরু করা হবে।

উল্লেখ্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথভাবে তৈরি করেছে করোনার টিকা ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট’ (চ্যাডক্স১-এস বা ChAdOx1-S০)। যেটির ব্রিটেন-সহ বিশ্বের বিভিন্ন দেশে ট্রায়াল চলছিল। সেই ট্রায়াল চলাকালীনই ব্রিটেনের এক অংশগ্রহণকারীর অসুস্থতার খবর পাওয়া গিয়েছে।

তবে ওই অংশগ্রহণকারী অসুস্থতার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি। ওই অংশগ্রহণকারী সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। বিষয়টি পর্যালোচনার জন্য ট্রায়াল স্থগিত রাখলো অ্যাস্ট্রাজেনেকা।