Monday, March 24, 2025
দেশ

‘মজবুর সরকার’ নয়, চাই ‘মজবুত সরকার’, ক্ষমতায় চাই মোদীকে: ৯০০-র বেশি শিল্পী

নয়াদিল্লি: কয়েকদিন আগের বিবৃতি দিয়ে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারকে হারানোর ডাক দিয়েছিলেন নাসিরুদ্দিন শাহ সহ ৬০০ শিল্পী, বুদ্ধিজীবী। এবার কেন্দ্রের বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে আসরে ৯০০-র বেশি শিল্পী। এই দলে আছেন পন্ডিত যশরাজ, বিবেক ওবেরয়, রীতা গাঙ্গুলির মতো মানুষজন, যাঁরা বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন।

বিবৃতিতে তাঁরা বলেছেন, দেশবাসী যেন কোনও চাপে মাথা নত না করে, গোঁড়া ধারণার বশবর্তী না হয়ে ভোট দেন। আবেদনে স্বাক্ষরকারীদের মধ্যে শঙ্কর মহাদেবন, ত্রিলোকীনাথ মিশ্র, কোয়েনা মিত্র, অনুরাধা পোড়ওয়াল, হংসরাজ হনসও আছেন।

বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান বিজেপি সরকার বহাল থাকাই প্রয়োজন, এটাই আমাদের প্রবল বিশ্বাস। তাছাড়া সন্ত্রাসবাদের মতো চ্যালেঞ্জের সামনে দরকার একটা মজবুত সরকার, মজবুর সরকার নয়। তাই এই সরকারটাই থাকুক, চাই।

তাঁরা জানিয়েছেন, গত ৫ বছরে মোদী সরকারের আমলে ভারত ‘দুর্নীতিমুক্ত সুশাসন’, ‘উন্নয়নমুখী প্রশাসন’ উপহার দেওয়া সরকার দেখেছে।