২০১৮ সালে কাশ্মীরে খতম ২৩০-এরও বেশি সন্ত্রাসবাদী: রিপোর্ট
নয়াদিল্লি: চলতি বছরটা ভালোই কাটল নিরাপত্তা বাহিনীর। কাশ্মীর উপত্যকায় চলতি বছরে ২৩০-এরও বেশি সন্ত্রাসবাদী এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে খতম হয়েছে। এখনও উপত্যকায় সক্রিয় ২৪০ সন্ত্রাসবাদী। এর মধ্যে বিদেশিও রয়েছে। শনিবার এক সরকারি সূত্রে এমনটাই জানানো হয়েছে।
সরকারের প্রকাশ করা পরিসংখ্যান অনুযায়ী, ২৫ জুন থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে কমপক্ষে ৫১ সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে নিকেশ করা হয়েছে আরও ৮৫ সন্ত্রাসবাদীকে। সবমিলিয়ে ২০১৮ সালে খতম করা হয়েছে ২৩২ সন্ত্রাসবাদীকে। খতম হওয়া সন্ত্রাসবাদীর মধ্যে হিজৱুল মুজাহিদিন, লস্কর-ই-তৈবা (এলইটি)-সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ জন শীর্ষ কম্যান্ডারও রয়েছে। নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে রয়েছে হিজবুল মুজাহিদিনের অপারেশন কম্যান্ডার রিয়াজ নাইকু এবং লস্কর-ই-তৈবার নাভেদ জাটও।
Over 230 militants killed in J&K in 2018; dip in stone pelting: Officials
READ: https://t.co/tKFu4wczz4 pic.twitter.com/gmEzqMBrP0
— TIMES NOW (@TimesNow) 8 December 2018
অপরদিকে, ২৫ জুন থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে নিরাপত্তারক্ষী সহ শহিদ হয়েছেন ৮ জন। জখম হয়েছেন আরও ২১৬ জন। ১৫ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে নিহত হয়েছেন মাত্র ২ জন। জখম হয়েছেন ১৭০ জন। এই আহতদের বেশিরভাগই জখম হয়েছেন বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে।