চলতি বছরে বিনা প্ররোচনায় ২,০৫০ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান
নয়াদিল্লি: চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ২,০৫০ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। যার জেরে এখনও পর্যন্ত ২১ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। এদিন এমনই চাঞ্চল্যকর তথ্য পেশ করে উদ্বেগ প্রকাশ করল নয়াদিল্লি।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, ভারত সরকারের তরফে ইসলামাবাদের কাছে বারবার আবেদন করা হয়েছে ২০০৩ সালের যুদ্ধবিরতি নীতি মেনে চলার জন্য। নয়াদিল্লি বারংবার পাকিস্তানকে বলেছে ২০০৩ সালের যুদ্ধবিরতি নীতি অনুসারে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে এবং LoC এবং IB-তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে।
রবীশ আরও জানিয়েছেন, তবে পাকিস্তানের তরফে অকারণে সংঘর্ষবিরতি লঙ্ঘন করা হলেও ভারতীয় সেনাবাহিনীর তরফে যতটা বেশি সম্ভব সংযম বজায় রাখা হয়েছিল। পাকিস্তান বারংবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে, সীমান্তে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশে সাহায্য করেছে ও ভারতের সাধারণ নাগরিক এবং বর্ডার পোস্টকে বারবার টার্গেট করছে। সীমান্তে শান্তি বজায় রাখাতে পাকিস্তানকে আবারও আবেদন জানিয়েছে ভারত।
৩৭০ ধারা বাতিলের পর থেকে সীমান্তে গোলাগুলি বর্ষণ বেড়ে গিয়েছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। কার্গিল, মাছিল সেক্টর সবচেয়ে বেশি সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।