অভিনন্দন মিগ ২১-এর বদলে রাফায়েল ওড়ালে পরিস্থিতি অন্যরকম হত: বিএস ধানোয়া
মুম্বাই: শনিবার মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে প্রাক্তন চিফ এয়ার মার্শাল বিএস ধানোয়া দাবি করলেন, বিতর্ক প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রক্রিয়া ব্যাহত করে। ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান সেদিন মিগ ২১-এর বদলে রাফায়েল বিমান ওড়ালে পরিস্থিতি অন্যরকম হত।
উল্লেখ্য, মিগ-২১ নিয়ে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে ধাওয়া করেছিলেন অভিনন্দন বর্তমান। পুরনো মিগ উড়িয়েই ধরাশায়ী করেছিলেন পাকিস্তানের এফ-১৬ ফাইটার জেটকে। বি এস ধানোয়া দাবি করেন, সেদিন যদি অভিনন্দন মিগের বদলে রাফায়েলের ককপিটে থাকতেন তাহলে গোটা পরিস্থিতিই নাকি অন্যরকম হত। পাক সেনার হাতে ধরা পড়তে হত না অভিনন্দনকে।
বম্বে আইআইটির বিএস ধানোয়া বলেন, লোকসভা ভোটের আগে রাফায়েল বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টের রায় ‘দুর্দান্ত সিদ্ধান্ত’। তিনি বলেন, আমি সর্বদা মনে করি, প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়টি নিয়ে রাজনীতি হলে পুরো প্রক্রিয়াটিই পিছিয়ে যায়। তবে শুধু রাফায়েল নয়, বফর্স প্রসঙ্গ টেনে তিনি বলেন, কামানগুলি ভালো হওয়া সত্ত্বেও ওই চুক্তি নিয়েও বিতর্ক হয়েছিল।
বিএস ধানোয়া আরও বলেন, বাস্তব হচ্ছে, এমন বিতর্ক তৈরি হলে প্রতিরক্ষা ক্ষেত্রের আধুনিকিকরণ ধাক্কা খায়। ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে ভারতের। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে চিফ এয়ার মার্শাল পদ থেকে অবসর নিয়েছেন বিএস ধানোয়া। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন রাকেশ কুমার সিংহ ভাদৌরিয়া।