Monday, March 17, 2025
রাজ্য​

বাংলা থেকে বাবুল-দেবশ্রী, মোদী মন্ত্রিসভায় ঠাঁই পেলেন ৫৭ জন

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথগ্রহণ করলেন নরেন্দ্র মোদী। এবার মোদী মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে রাষ্ট্রমন্ত্রীর পদে জায়গা পেলেন দু’জন। তাঁরা হলেন আসানসোলের দ্বিতীয়বারের সাংসদ বাবুল সুপ্রিয় এবং রায়গঞ্জের প্রথমবারের সাংসদ দেবশ্রী চৌধুরী। রাষ্ট্রমন্ত্রী হিসেবে দেবশ্রী চৌধুরী শপথ নেন সবার শেষে।

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ৯ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন ২৪ জন সাংসদ।


পূর্ণমন্ত্রী হিসেবে প্রথমবার মন্ত্রিসভায় সামিল হলেন মোদীর সেনাপতি অমিত শাহ। গতবারের মতো এবারও মন্ত্রিসভায় থাকছেন রাজনাথ সিং, নিতিন গডকড়ী, নির্মলা সীতারমনরা। বাদ পড়লেন সুরেশ প্রভু, মানেকা গান্ধীরা।


প্রসঙ্গত, ২০১৪ সালে রাজ্য থেকে দুজন সাংসদ নির্বাচিত হয়েছিলেন। দুজনকেই মন্ত্রী করা হয়েছিল। কিন্তু এবার বাংলা থেকে ১৮ জন সাংসদ নির্বাচিত হলেও, দুজন প্রতিমন্ত্রী নিয়েই এবার সন্তুষ্ট থাকতে হচ্ছে বঙ্গ বিজেপিকে। উল্লেখ্য, এবারের মন্ত্রিসভায় নেই অরুন জেটলি, সুষমা স্বরাজ, মানেকা গান্ধী ও সুরেশ প্রভু।