এদেশে থাকতে হলে ‘ভারত মাতা কি জয়’ বলতেই হবে, সাফ ঘোষণা মোদীর মন্ত্রীর
পুনে: ভারত মাতা কি জয় যাঁরা বলতে পারবেন একমাত্র তাঁদেরই ভারতে থাকার অধিকার রয়েছে। সাফ জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, ভারত মাতা কি জয় যারা বলবেন একমাত্র তাদেরই ভারতে থাকার অধিকার রয়েছে। এদেশে থাকতে হলে ভারত মাতা কি জয় বলতেই হবে।
পুনেতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৫৪তম জেলা সম্মেলনে তিনি বলেন, ভগৎ সিং, নেতাজি সুভাষ চন্দ্র বসুর বলিদান ব্যর্থ হতে দেওয়া যাবে না। ভাবতে অবাক লাগে, স্বাধীনতার ৭০ বছর পর কে দেশের নাগরিক আর কে নয়, তার জন্যে দ্বন্দ্বে পড়তে হচ্ছে।

ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের স্বাধীনতার জন্য কোটি মানুষ এজন্যই কি প্রাণ দিয়েছিলেন? যারাই এদেশে আসবেন তারাই থাকতে পারবেন? আমরা এই দেশটাকে ধর্মশালা করে ফেলতে চাই না। বর্তমান পরিস্থিতিতে আমাদের সামনে এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ।
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, বর্তমান অবস্থার প্রেক্ষিতে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এদেশে থাকতে হলে যারা ভারত মাতা কি জয় বলতে পারবেন তাঁরাই শুধু থাকার যোগ্য বলে বিবেচিত হবেন।