লোকসভায় মুসলিম সাংসদ ২৭ জন, তৃণমূল থেকে ৫
নয়াদিল্লি: ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ জয় পেয়েছে। আর টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর মসনদে বসছেন নরেন্দ্র মোদী।
হিন্দু সংখ্যা গরিষ্ট এই নির্বাচনে মোট ২৭ জন মুসলিম সাংসদ নির্বাচিত হয়েছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ থেকে ১২ জন মুসলিম সাংসদ নির্বাচিত হয়েছেন।
এই ২৭ জনের মধ্যে রয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা, এআইএমআইএমের আসাদ উদ্দিন ওয়াইসি, সমাজবাদী পার্টির আজম খানের মতো ব্যক্তিরা।
These Muslim candidates have been elected from 10 states: West Bengal (27% Muslim population), UP (19.3%), J&K (68.3%), Kerala (26.6%), Assam (34.2%), Bihar (16.9%), Lakshadweep (96.6%), Telangana (13%), Maharashtra (11.5%), Punjab (1.9%)#ElectionResults2019
— IndiaSpend (@IndiaSpend) May 24, 2019
ভোটের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় এবার সংসদে মুসলিম প্রতিনিধিত্ব বেড়েছে চারজন। গতবার নির্বাচিত হয়েছিলেন ২৩ জন।
এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস থেকে পাঁচজন, কংগ্রেস থেকে চারজন, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, ন্যাশনাল কনফারেন্স ও ইউনিয়ম মুসলিম লিগ থেকে তিনজন করে মোট ১৩ জন, এআইএমআইএম থেকে দুইজন, রামবিলাস পাসোয়ানের এলজেপি, শারদ পাওয়ারের এনসিপি, সিপিআইএম ও বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ থেকে একজন করে মোট ২৭ জন মুসলিম প্রার্থী জয়লাভ করেছেন।