তিন তালাক বিলের বর্ষপূর্তি, দেশজুড়ে মুসলিম মহিলা অধিকার দিবস পালন করবে বিজেপি
নয়াদিল্লি: দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে ২০১৯ সালের ৩১ জুলাই তাত্ক্ষণিক তিন তালাক বিল পাশ করেছিল বিজেপি৷ এবার তিন তালাক বিলের বর্ষপূর্তি ঘটা করে উদযাপন করতে চলেছে বিজেপি৷ ৩১ জুলাই থেকে ১ আগস্ট দেশজুড়ে মুসলিম মহিলা অধিকার দিবস হিসেবে পালন করবে বিজেপি৷
বিজেপির তরফে বলা হয়েছে, এই বিল পাশের মাধ্যমে মুসলিম মহিলাদের অধিকার সংরক্ষণ হয়েছে। ঐতিহাসিক এই বিল পাশের প্রথম বর্ষপূর্তি উদযাপনের জন্য ৩১ জুলাই থেকে ১ আগস্ট দেশজুড়ে মুসলিম মহিলা অধিকার দিবস পালন করবে গেরুয়া শিবির। বিলটি গত বছরের ৩১ জুলাই সংসদে পাশ হয়েছিল এবং পরের দিন রাষ্ট্রপতির সম্মতি পেয়েছিল।
এটি মুসলিম মহিলাদের অধিকার নিশ্চিত করছে। আইন অনুযায়ী, কোনও মুসলিম পুরুষ যদি এই আইন ভঙ্গ করে স্ত্রীকে তিন তালাক দেয় তবে তিন বছরের কারাদণ্ড হবে। সরকারি তথ্য অনুযায়ী, ১৯৮৫ সাল থেকে ধরলে, গত এক বছরে ভারতে তিন তালাকের ঘটনা ৮৫ শতাংশ কমে গিয়েছে৷ এ প্রসঙ্গে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেন, বছরের পর বছর ধরে মুসলিম মহিলাদের কেউ সুবিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেনি৷ প্রবল রাজনৈতিক ইচ্ছে দরকার ছিল এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নেওয়ার জন্য৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই কাজটি করে দেখিয়েছেন৷
করোনা আবহের জন্য বিভিন্ন ভার্চুয়াল কর্মসূচির দিনটি পালন করবে বিজেপির মহিলা মোর্চা৷ দেশের বিভিন্ন প্রান্তের মুসলিম মহিলাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি, স্মৃতি ইরানি ও রবি শঙ্কর প্রসাদ৷ #ThankYouModiBhaijaan হ্যাশট্যাগে তিন তালাক প্রথা উঠে যাওয়ায় ফলে মুসলিম মহিলারা কি কি সুবিধা পেয়েছেন, তা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবেন৷