Friday, July 18, 2025
Latestদেশ

জম্মু ও কাশ্মীরের উন্নয়ন শুরু হলে পাকিস্তানের ৭০ বছরের ছক ভেস্তে যাবে: বিদেশমন্ত্রী

ওয়াশিংটন: একবার জম্মু-কাশ্মীরের উন্নয়ন শুরু হলে, গত ৭০ বছর ধরে উপত্যকার বিরুদ্ধে পাকিস্তান যে ছক কষেছিল তা এক মুহূর্তেই ভেস্তে যাবে। ওয়াশিংটনে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ-এ বক্তব্য রাখতে গিয়ে এমনভাবেই পাকিস্তানকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

কেন জম্মু-কাশ্মীরে বর্তমানে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছে, এর জবাবে বিদেশমন্ত্রী বলেন, উপত্যকায় মোবাইল নেটওয়ার্ক আপাতভাবে বন্ধ রাখা হয়েছে এর পিছনে কারণ হল ভারতবিরোধী শক্তিকে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করা এবং যাতে কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি না ঘটে তা নিশ্চিত করা।

কেন্দ্রীয় বিদেশমন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মীরে প্রতিক্রিয়া মিলছে। ৭০ বছরেরও বেশি সময় ধরে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখেছে। সীমান্তের ওপারেও স্বার্থান্বেষীদের আগ্রহ রয়েছে। যখন পরিস্থিতি স্থিতিশীলভাবে পরিবর্তিত হয় তখন সেখানে বিভিন্ন ঝুঁকি দেখা দিতে পারে। উল্লেখযোগ্যভাবে প্রতিক্রিয়া হবে এটাও প্রত্যাশিত।

বিদেশমন্ত্রীর দাবি, আমরা যদি একবার জম্মু ও কাশ্মীরে উন্নয়ন শুরু করি, তাহলে পাকিস্তান ৭০ বছর ধরে যে পরিকল্পনা করেছিল তা এক মুহূর্তেই ভেস্তে যাবে।