Thursday, April 25, 2024
শিক্ষাঙ্গন

ইতিহাসের আয়নায় 02 সেপ্টেম্বর

ইতিহাসে 02 সেপ্টেম্বর

421 – রোমান সম্রাট কনস্টানটিয়াস মৃত্যুবরণ করেন।

1666- লন্ডনে এক ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১০,০০০ বাড়ি পুড়ে যায় (সেন্ট পলের ক্যাথেড্রাল সহ)। এই অগ্নিকান্ড প্রায় তিন দিন যাবৎ চলে।

1752- যুক্তরাজ্য গ্রেগারিয়ান দিনপঞ্জি গ্রহণ করে নেয়।

1792- ফরাসি বিপ্লব সময় বিপ্লবীরা তিনজন রোমান ক্যাথলিক বিশপ ও প্রায় দুইশত পুরোহিতদের হত্যা করে। এই ঘটনা সেপ্টেম্বর গনহত্যা নামে পরিচিত।

1820- চীনা সম্রাট জিয়াকিং মৃত্যুবরণ করেন।

1853- নোবেলজয়ী (1909) জার্মান রসায়নবিদ ভিলহেলম অস্টভাল্ট জন্মগ্রহণ করেন।

1877- রসায়নে নোবেলজয়ী [১৯২১] ব্রিটিশ বিজ্ঞানী ফ্রেডেরিক সডি জন্মগ্রহণ করেন।

1910- ফরাসী চিত্রশিল্পী অঁরি শোর মৃত্যুবরণ করেন।

1914- রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড।

1920- কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

বীরেন্দ্র চট্টোপাধ্যায়

1923- ফরাসি গণিতবিদ রেনে থম জন্মগ্রহন করেন।

1939- দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে যুদ্ধের সূচনা করে।

1939- ব্রিটেনে ১৯ থেকে ৪১ বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়।

1945- ভিয়েতনাম ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

1945- পরাজয় মেনে নিয়ে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।

1946- সাহিত্যিক, সম্পাদক ও চলতি গদ্যকার প্রমথ চৌধুরী মৃত্যুবরণ করেন।

প্রমথ চৌধুরী

1949- জাপানি আক্রমনে চীনের চান-কিঙ-এ ১৭০০ জন নিহত হয়।

1952- বাঙালি পন্ডিত, শিক্ষক, এবং দেশপ্রেমিক বেণী মাধব দাস জন্মগ্রহন করেন।

বেণী মাধব দাস

1669- ভিয়েতনামের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হো-চি-মিন মৃত্যুবরণ করেন।

হো-চি-মিন

1970- নাসা (NASA) দুইটি অ্যাপোলো(Apollo) চন্দ্র অভিযান বাতিল ঘোষণা করে।

1981- বেলিজ স্বাধীনতা লাভ করে।

1985- ভারতবর্ষের অনন্য চলচ্চিত্র কেন্দ্র নন্দন উদ্বোধন করেন চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।

সত্যজিৎ রায়

1991- যুক্তরাষ্ট্র এস্তেনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া কে স্বীকৃতি দেয়।

2009- অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি মৃত্যুবরণ করেন।

ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি