ইতিহাসের আয়নায় 01 সেপ্টেম্বর
ইতিহাসে 01 সেপ্টেম্বর
1574- গুরু অমর দাস তৃতীয় মৃত্যুবরণ করেন।

1648- ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ মারাঁ মের্সেন মৃত্যুবরণ করেন।

1715- ফ্রান্সের রাজা চতুর্দশ লুই ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

1905- ব্রিটিশরাজ বঙ্গভঙ্গের নির্দেশ জারি করে।
1914- লেখিকা মৈত্রেয়ী দেবী জন্মগ্রহণ করেন।

1923- জাপানের টোকিও ও ইয়াকোহামায় ভয়াবহ ভূমিকম্পে দুই লক্ষ লোক নিহত হয়।
1985- 1912 সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার।

2004- রাশিয়ায় বেলসান স্কুলে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষদের অপহরণ করে।