নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে মোদী-শাহকে আক্রমণ মমতার
কলকাতা: নোটবন্দির দ্বিতীয় বর্ষ পূর্তিতে টুইটারে মোদী সরকারের তীব্র সমালোচনায় সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালের ৮ নভেম্বর রাত ৮:১৫ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালো টাকার নিকেশ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবিলা করার উদ্দেশ্যে পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করেন।
সেদিন সর্ব প্রথম প্রতিবাদে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমালোচনা দ্বিতীয় বছরেও সবর হলেন তিনি। এদিন টুইটারে তিনি লেখেন, সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। নোটবন্দি এক বিরাট আর্থিক দুর্নীতি। গোটা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই সিদ্ধান্ত। কাজ হারিয়েছেন লাখ লাখ মানুষ। যারা এই কাজ করেছে মানুষ তাদের শাস্তি দেবে। দেশের ইতিহাসে এটা একটা কালো দিন। নোটবন্দির সিদ্ধান্ত আর্থিক বিপর্যয়।
#DarkDay Today is the second anniversary of #DeMonetisation disaster. From the moment it was announced I said so. Renowned economists, common people and all experts now all agree.
— Mamata Banerjee (@MamataOfficial) 8 November 2018
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে আরও লিখেছেন, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনিই সর্ব প্রথম এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন। অর্থনীতিবিদ থেকে শুরু করে দেশের সাধারণ নাগরিক সকলেই আজ তাঁরসঙ্গে সহমত, বলেও এদিন টুইটারে দাবি করেন মমতা। এ দিকে নোটবন্দি দ্বিতীয় বর্ষপূর্তিতে মমতার পাশাপাশি সবর কংগ্রেসও। দলের তরফে আগেই জানানো হয়েছিল এই সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামবে তাঁরা।