Wednesday, July 24, 2024
খেলা

ইউনিসেফের প্রথম ‘যুব দূত’ হলেন হিমা দাস

নয়াদিল্লি: এশিয়াডের সোনাজয়ী অ্যাথলিট হিমা দাসকে ইউনাইটেড নেশানস ইন্টারন্যাশনাল চিলড্রেন’স ইমার্জেন্সি ফান্ড (UNICEF)-এর প্রথম ‘যুব দূত’ ঘোষণা করা হল। বুধবার অর্থাৎ শিশুদিবসে ইউনিসেফের তরফে সরকারিভাবে ঘোষণা করা হয় ভারতের প্রথম ইয়ুথ অ্যাম্বাসাডর হচ্ছেন অসমীয় কন্যা হিমা দাস।

এই বিরল সম্মানে খুশি হিমা। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই অনাথ শিশুদের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। আমি সম্মানিত ইউনিসেফের ‘ইয়ুথ অ্যাম্বাস্যাডর’ হতে পেরে। আশা রাখি, আগামীদিনে শিশুদের স্বপ্নপূরণের পথে প্রেরণা জোগাতে পারব।

২০১৮ সালের এশিয়ান গেমসে চমকপ্রদ পারফরম্যান্স দেখান হিমা। এশিয়াডে ৪০০ মিটার রিলে রেসে সোনা জেতেন হিমা। ব্যক্তিগত ইভেন্টে ৪০০ মিটারে তিনি জেতেন রুপো। প্রকৃত অর্থেই হিমা দাস এখন গোটা দেশের অনুপ্রেরণা। অসমের অখ্যাত গ্রামে কষ্টের শৈশব ভুলে হিমা এখন বিশ্বের মঞ্চে সুপারস্টার। এশিয়ান গেমসেই তিনি দেখিয়ে দিয়েছেন আগামী দিনে বিশ্বের সেরা অ্যাথলিট হওয়ার সমস্ত সম্ভবনাই তাঁর মধ্যে আছে।