Thursday, September 19, 2024
বিনোদন

ফের মা হতে চলেছেন কারিনা! তুলকালাম নেটদুনিয়ায়

মুম্বাই: সইফ আলী খান ও কারিনা কাপুরের ঘরে আসছে দ্বিতীয় সন্তান। নবাব পরিবারের নতুন অথিতি আসছে এমন গুঞ্জনে মুখর বলিউড। সম্প্রতি কালো রংয়ের পোশাক পরিহিত একটি ‘বিশেষ’ ছবি সোশ্যাল সাইটে ভাইরাল। কানাঘুষার শুরু তারপর থেকেই। স্বভাবতই এই ছবি ঘিরে ফেটে পড়েছে জনতার কৌতূহল। শুরু হয়েছে বিবিধ কমেন্টের বন্যা।

কারিনা ও সইফ আলী খানের শিশুপুত্র তৈমুরকে ঘিরে যে বিপুল উন্মাদনা দেখিয়ে থাকে মিডিয়া, তাতে এই ছবি আরও খানিকটা ইন্ধন প্রদান করেছে। এর আগে এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন যে, দ্বিতীয়বার মা হতে তার আপত্তি নেই। তবে তৈমুরের সঙ্গে সেই সন্তানের অন্তত দু’বছর ব্যবধান থাকা দরকার।

এখন তৈমুরের জন্মের পরে দু’ বছর কেটে গেছে। তাই ফ্যানদের একাংশ মনে করতে শুরু করেছেন, এই বার এসেছে সেই সময়। এমন মুহূর্তেই ছবি ভাইরাল।

খোঁজ নিয়ে জানা গেছে, কারিনার এই ছবিগুলি ‘নকল’ নয়। তবে ছবিগুলি ২০১৬ সালের। অর্থাৎ কিনা তৈমুরের জন্মের আগেকার। সেই ছবিগুলিকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাজার গরম করতে চাইছেন কেউ কেউ। তাদের উদ্দেশ্য ঠিক কী, তা বলা কঠিন।